নওগাঁর পোরশায় ঘাটনগর ইউপির ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । গতকাল বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বল্প পরিসরে অল্পসংখ্যক জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট পাঠ করেন ইউপি সচিব আসরাফুল ইসলাম । ২০২০-২০২১ অর্থবছরের বাজেট রাজস্ব আয় ধরা হয়েছে ১৯, ৪০, ০১৬ টাকা । বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৭, ৪৫, ০১৬ টাকা । যার উদ্বৃত্ত থাকবে ১, ৯৫, ০০০ টাকা ।
বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩, ৩০, ৪৩, ৫৯৮ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩, ৩০, ৪৩, ৫৯৮ টাকা । বাজেটে সর্বমোট রাজস্ব আয় দেখানো হয়েছে ৩, ৪৯, ৮৩, ৬১৪ টাকা। আর সর্বমোট ব্যয় দেখানো হয়েছে ৩, ৪৯, ৮৩, ৬১৪ টাকা । বাজেট সভায় ইউনিয়ন পরিষদ হিসাব সহকারি, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ, গ্রাম আদালত সহকারী ও গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।