ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী আম্ফানের তাণ্ডবে একজন নিহত ও ব্যাপক ঘরবাড়ি, মাঠের ফসল, গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাত ১০ টায় শুরু হওয়া তান্ডব প্রায় ৬ ঘণ্টা ধরে চলে। এসময় টেলিফোন সংযোগ, বিদ্যুৎ সংযোগ, মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকা ভুতুড়ে নগরে পরিণত হয়।
বেশি ক্ষতিগ্রস্ত হয় পানের বরজ, কলাবাগান, টলির আবাদ (তরিতরকারি), বড় বড় গাছপালা রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। করোনার পাশাপাশি হঠাত এলাকার মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় উর্ধতন কর্তৃপক্ষের নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ আক্রান্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটার।