কুড়িগ্রামের উলিপুরে দলদলিয়া ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অসহায় ও হত-দরিদ্র দুইশত পরিবারের মাঝে ফুড প্যকেজ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে কুঠিপাড়া জামে মসজিদ মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম বক্ষব্যাধি হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার, জনতা ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার নাজিম হুসাইন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার,দলদলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক, সোনালী ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার আবু সুফিয়ান, এ্যাড.কামরুজ্জামান মুন্সি রানা, ফেমা এয়ার সার্ভিস ঢাকা এর ম্যানেজার মাখন রায়, রতন কুমার সরকার প্রমূখ।
গত ২৪ এপ্রিল ফেসবুকে ‘দলদলিয়া ইউনিয়ন সমাজ কল্যান সংস্থা’ নামের একটি গ্রূপ পেজে দলদলিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, ব্যবসায়ীসহ সুহৃদ ব্যক্তিবর্গকে করোনা ভাইরাসের কারনে কর্মহীন খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়। এতে অনেকেই এগিয়ে আসেন। তাদের দেয়া আর্থিক সহায়তায় কর্মহীন খাদ্য সংকটে থাকা দলদলিয়া ইউনিয়নের ২০০ অসহায় ও দুস্থ্য পরিবারকে, ঈদের আগেই অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া ঈদ উপহার পেয়ে খুশি অসহায় দুস্থ্য ১৬১ পরিবার।
বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাধিক ডিভিশনের অধিনস্ত ৭২ পদাতিক ব্রিগেড এর ইউনিট ৩০ এ অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার পাশাপাশি খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে উলিপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে ৩০ বীর এর ক্যাপ্টেন সিয়াম-এ-নূর এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকার ১৬১টি পরিবারের মাঝে ৩ কেজি ডাল, ৪ কেজি আটা, হাফ কেজি লবন, হাফ কেজি চিনি, হাফ কেজি সুজি, সেমাই, বিস্কুট, গুড়ো দুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকসহ বাংলাদেশ সেনাবাহিনী সদস্যবৃন্দ।
৩০ বীর এর ক্যাপ্টেন সিয়াম-এ-নূর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সম্মানিত সেনা প্রধানের আদেশে সেনাবাহিনী মাঠে থেকে সামাজিক দুরত্ব নিশ্চিত করার পাশাপাশি যেসব অসহায় হত-দরিদ্র নিম্ন আয়ের মানুষ করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভূগছেন,তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী দু’বেলা খাবার যোগান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, করোনা মোকাবেলাসহ আমাদের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।