বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে নওগাঁর আত্রাই উপজেলায় নতুন করে আরো ১জন ১৬বছর বয়সী বালিকা করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭জন। এদিকে চিকিৎসা নিয়ে সুস্থ বাড়ি ফিরেছেন ৬জন।
বৃহস্পতিবার (২৩মে) রাত্রি সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি জানান, আক্রান্ত ১৬ বছর বয়সী বালিকার বাড়ি উপজেলার পাঁচুপুর গ্রামে। ১৮ তারিখে তার নমুনা আমরা সংগ্রহ করে ল্যাবে পাঠায় এবং আজ বৃহস্পতিবার রাতে ওই বালিকার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে নিশ্চিত হয়। তিনি আরো বলেন সে এখন সুস্থ রয়েছে।