গাইবান্ধায় সাংবাদিকদের উদ্যোগে পত্রিকা বিলিকারীর (হকার) মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রেল স্টেশন চত্বর কর্মহীন ২০ জন পত্রিকা বিলিকারী (হকার) সহ অসহায় দুস্থদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসএ টিভির জেলা প্রতিনিধি কায়সার প্লাবন, মাতৃছায়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল রহমান জনি, গাইবান্ধার মুখ পত্রিকার চিফ রিপোর্টার হারুন অর রশীদ হারুন, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুর রহমান,ঢাকা ডায়লগ পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদুল হোসেন রানা, জনসংকেত পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুম লুমেন,অন্যদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সন্জয় সাহা, সাপ্তাহিক অবিরাম এর স্টাফ রিপোর্টার সালাউদ্দিন কাশেম, গাইবান্ধা প্রতিদিনের বার্তা সম্পাদক মাইদুল ইসলাম, আনন্দ টিভির ক্যামেরা পারসন শামীম রেজা, চ্যানেল টুয়েন্টিফোর টিভির ক্যামেরা পারসন সুমন মিয়া সহ আরো অনেকে।