গাইবান্ধায় ৭ টি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মার সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ফিতর উদযাপিত হচ্ছে।
দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ২৫ মে সারা দেশ ব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর।
করোনা ভাইরাসের সংক্রোমন এড়াতে সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক এবার ঈদের জামাত বিভিন্ন মসজিদে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।তবে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের কঠোর অবস্থান লক্ষ করা যায়।
গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম,পৌর মেয়র শাহ জাহাঙ্গীর কবির মিলন,জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড সৈয়দ শামছুল আলম হিরু, সাধারন আবু বক্কর প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু জাফর সাবু সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী মানুষরা ঈদের নামাজে অংশ গ্রহন।
এদিকে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ,আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু প্রেসক্লাব সদস্য সচিব নুরুল ইসলাম ছাড়াও সমাজের বিশিষ্টবর্গরা পৃথক পৃথক মসজিদে নামাজ আদায় করে।
নামাজ শেষে আসন্ন করোনা পরিস্থিতি থেকে রক্ষা করে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।