সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি সুযোগ পেল না গর্ভবর্তী মা। ফলে গেটেই সন্তান প্রসবের আলোচিত ঘটনায় জরিত ডাক্তারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি।
তিনি অসুস্থ রোগীর সার্বক্ষনিক সেবা প্রদানের পাশাপাশি দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা, সিভিল সার্জন ও জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত ২৫ মে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রাশেদা বেগম (৫০) নামের এক গর্ভবর্তী মা প্রসবের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও ভর্তি করে নেয়নি চিকিৎসকরা। ফলে ফিরে যাব২৫ার মূহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন স্থানে সন্তান প্রসব হয়।