সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুসহ ৩’জন নিহত, আহত-৫। বুধবার(২৭’মে) সকালে নাসিক ৩নং ওয়ার্ড উত্তর রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২৭’মে) সকালে ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলাকার শাহিন ও শাহাজালাল মিজির টিনসেড বাড়িতে বিদ্যুতায়িত হয়ে রবিউলের ছেলে হাসান (৩) আলমগীর হোসেনের স্ত্রী রুবিনা (২৫) ও মান্নান মোল্লার মেয়ে সুমাইয়া (১৩) নিহত হয়। আহতরা হলেন, নিহত হাসানের বাবা রবিউল ও মা সাবানা আক্তার, মনোয়ারা, জান্নাত এবং রিয়াদ। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তর রসূলবাগ এলাকার পঞ্চায়েত কমিটির সহ-সাধারন সম্পাদক সিরাজ মিয়া জানান, বুধবার(২৭’মে) সকালে ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলাকার শাহিন ও শাহাজালাল মিজির বাড়ী দুটি বিদ্যুতায়িত হয়। এসময় বাড়ির বাসিন্দারা ঘর থেকে বের হতে গিয়ে কেউ দরজায়, কেউ বাড়ির গেইটে বিদ্যুতায়িত হয়। এসময় ঘটনাস্থলেই তিন জন মারা যায়।
আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে লাইন ঠিক করে। এলাকাবাসী জানায়, ডিপিডিসির ডেমরা অফিসে আমরা কয়েক বার লিখিতভাবে বিদ্যুতের তারে পাইপ দেওয়ার জন্য অভিযোগ করেছি। তারা তা আমলে না নেওয়াতে আজ এত বড় দূর্ঘটনা ঘটলো। এ ব্যাপারে ডিপিডিসির ডেমরা অফিসে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।