‘সাড়ে আট হাজার মাইল দূরে’, ‘ফেসবুক সংগীত’, ‘গল্পের জাদুকর’সহ আরো কিছু গান গেয়ে পরিচিতি পেয়েছেন চমক হাসান। এরই ধারাবাহিকতায় এবার এলো ‘আসমানে উইঠাছে চান’ গানটি। ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রকাশ করেছে বাংলাঢোল।
গণিতবিদ হিসেবে খ্যাত চমক হাসানের জন্য নতুন গানটি লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হােসাইন। চমকের গাওয়া গানটির সুর তার নিজের আর সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। হৃদয় চৌধুরীর ক্যামেরায় গানটির ভিডিও নির্মাণ করেছে বাংলাঢোল টিম।
‘আসমানে উইঠাছে চান’ নিয়ে গীতিকার সাদাত হোসাইন বলেন, ‘গানটির ব্যাপারে অনেকের ইতিবাচক মন্তব্য পেয়েছি। ফোক ঘরানার গানটির উপস্থাপনের ক্ষেত্রে সহজিয়া দিকটি মাথায় রাখা হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে’।