বাগেরহাটের শরনখোলায় সুন্দরবনে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলা ৬ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের মধ্যে গাছে থাকা ওই কিশোরদের নৌপুলিশ উদ্ধার করে পরিবারের ফিরিয়ে দেয়া হয়েছে।
উদ্ধার হওয়া কিশোররা হলো, দক্ষিন আমড়া গাছিয়া গ্রামের ইমরান খলিফা, মাইনুল ইসলাম, আব্দুর রহিম, সাইমন খলিফা, জুবায়ের খলিফা ও জয়।
বাগেরহাটের শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস,কে আবু সাইদ জানান, বুধবার সকালে শরনখোলা উপজেলার দক্ষিন আমড়া গাছিয়া গ্রামের স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ৬ কিশোর পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট ষ্টেশন সংলগ্ন বনে ঘুরতে বেড়ায়। তারা বনের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার চলে যাওয়ার পর সন্ধ্যায় ফিরিয়ে আসার সময় তারা পথ হারিয়ে ফেলে। এরই মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হলে ওই কিশোররা আতংকিত হয়ে পড়ে।
ঝড়ের কবলে পড়া এক কিশোর বুধবার ১০ টার দিকে ৯৯৯ ( ট্রিপল নাইনে) ফোন দিলে তা শরনখোলা থানা পুলিশ অবহিত হয়। পরে ধানসাগর নৌ পুলিশকে সাথে নিয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস,কে আবু সাইয়িদের নেতৃত্বে রাত ১১ টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। রাতভোর চেষ্টার পর সকালে হারিয়ে যাওয়া আতংকিত কিশোরদের সুন্দরী গাছের থাকা তাদেরকে উদ্ধার করে পুলিশ। পরে কিশোরদেরকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।