জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহি এমপি এমপি কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাহসী ভুমিকা পালন করছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই সাহসীকতার পুরস্কার তুলে দিবেন। কোন রোগী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। দেশের এই দুর্যোগময় মুহর্তে চিকিৎসকদের অবদান জাতি কোন দিন ভুলবে না।
তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হবে। ঘরে থাকলে সুস্থ্যতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তিনি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের উৎসাহিত করার জন্য প্রনোদনা ও বীমার ব্যবস্থা করেছেন। চিকিৎসকদের পাশে সরকার আছে ও থাকবে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে চিকিৎসকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকার, হাসপাতালের পরিচালক ডা: নির্মল চন্দ্র দাস, কলেজ-এর উপাধ্যক্ষ ডা: নাদির হোসেন, সহযোগি অধ্যাপক ডা: নুরুজ্জামানসহ অন্যান চিকিৎসক ও ইন্টার্ণি চিকিৎসকবৃন্দ।