কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির প্রায় ২০ ঘন্টা পর নিখোঁজ এক নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা ৫ ঘন্টার অভিযানে নববধূর বাবা নুর ইসলাম(৬০), মৃত কেরামত উল্ল্যার পুত্র নুরুমিয়া(৬২), মৃত সোনাউল্লাহর পুত্র কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম(৫০) এর মরদেহ উদ্ধার করা হয়। এদের সকলেরই বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায় পাড়া গ্রামে !
জানা গেছে, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরকলাকাটা এলাকার আব্দুল হাই এর পুত্র আলমগীর হোসেন(২২) এর সাথে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুন (১৮) এর বিয়ে গত মঙ্গলবার সুসম্পন্ন হয় । পরদিন বুধবার যথারীতি কনে পক্ষের লোকজন বরের বাড়িতে দাওয়াত খেতে যায় ! বউভাতের দাওয়াত খেয়ে প্রায় ৫০ জন কনেযাত্রী নৌকা যোগে বিকেল ৫ টার দিকে বাড়ির পথে রওনা দেয় । নদীপথে কিছুদূর আসার পরেই হটাৎ ঝড় বৃষ্টির কবলে পরেই নৌকাডুবির ঘটনা ঘটে ! এ সময় প্রায় ৪৬ যাত্রী তীরে আসতে সক্ষম হলেও কনের বাবা নুর ইসলাম(৬০)সহ আরো ৩ জন নিখোঁজ হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ভিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সেন জানান, গতকাল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা প্রাথমিক ভাবে উদ্ধার কাজ রাত সাড়ে ১০ টা পর্যন্ত চালিয়েও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি ! সকাল ৮ টা থেকেই রংপুর থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনেরই মরদেহ উদ্ধার করে।