সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এক গোলাগুলির ঘটনায় ছয় জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুটি পরিবারের মধ্যে ঝগড়ার জেরে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বেশ দেরিতে প্রকাশিত হয়েছে।
পুলিশের মুখপাত্র লে. কর্নেল জায়েদ দাব্বাশ বলেছেন, হতাহতরা সবাই সৌদি নাগরিক। পুলিশ গোলাগুলিতে ব্যবহৃত অস্ত্রগুলো জব্দ করেছে এবং সংশ্লিষ্ট বিভাগ ঘটনাটির তদন্ত করছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দ্বন্দ্বরত দুটি পরিবার গোলাগুলির এ ঘটনায় জড়িত ছিল। তবে কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে তা পরিষ্কার হয়নি।
সৌদি আরবে সাধারণ নাগরিকদের জন্য অস্ত্র বহন নিষিদ্ধ হলেও অনেকের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে এ ধরণের অস্ত্রের ব্যবহার দেখা যায়।