কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনের ডারা গ্রামে জমিতে গরুর বাছুর যাওয়াকে কেন্দ্র করে কাচুয়া মাহমুদ ও আইনুল হকের পরিবার দুটির মাঝে গত ৪/৫ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল ! দ্বন্দ্ব নিরসনের জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর এলাকাবাসী সালিস বৈঠকে বসে ! সালিশ বৈঠক না মেনে আইনুল হক এক পর্যায়ে তার লোকজন নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে কচুয়া মাহমুদের পরিবারের লোকজনকে বেদম মারপিট করে ! এসময় কাচুয়া মাহমুদের দ্বিতীয় পুত্র সিদ্দিকুর রহমান (৩০) এবং অপর তিনজন গুরুতর আহত হয় ! রাতেই আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে সিদ্দিকুর রহমানকে ডাক্তার মৃত ঘোষণা করেন !
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার মেহেরুল ইসলাম জানান, গত রাত ১০ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে তিনজন রোগীকে নিয়ে আসা হয়। তার মধ্যে সিদ্দিকুর রহমানকে তিনি মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের একজনের নাম সাদেকুর রহমান ও অপরজনের নাম এনামুল হক ! তাদের হাত, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার সাথে সংশ্লিষ্ট ওই গ্রামের মৃত আব্দুল মজিদ এর পুত্র আইনুল ইসলাম (৫০),আমিনুল ইসলাম (৪০), আমানুর রহমান (৩৫)। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ হলেই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে !