কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন লালমনিরহাট সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড ৩০ বীর এর পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে চিলমারী সরকারী কলেজ মাঠে অসহায় ১২০ পরিবারের মাঝে ত্রাণ এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনী সদস্যদের ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখেই প্যাকেজ ত্রাণ হিসেবে চাল, তেল, লবণ, আটা, সুজি, সোলা, সাবান ও বিস্কিট বিতরণ করেন ওয়ারেন্ট অফিসার মোঃ জিল্লুর রহমান ও বিভিন্ন পদবির সেনা সদস্যরা।
সারাবিশ্বের মানুষ এখন করোনাভাইরাস আতঙ্কে বিপর্যস্ত। করোনা মহামারীতে বাংলাদেশেও শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
এসব কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর সদস্যরা নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এছাড়াও করোনা প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর এ বীরের দল।