কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে (২৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে হলদিবাড়িয়া নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। সে জিন্স প্যান্ট ও টিসার্ট পরিহিত ছিল। তার পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ওই যুবককে সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশের এসআই সঞ্জয় ঘটনাস্থলে পৌছে চৌকিদার সাবের আহম্মেদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, অচেতন ওই যুবকের চিকিৎসা চলছে। এখনও তার জ্ঞান ফেরেনি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞান য্বুকের চিকিৎসা চলছে, জ্ঞান ফিরলে জানা যাবে তার কি হয়েছিল। তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।