নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে স্থানীয় জেলেরা অবৈধভাবে নদীর বিভিন্ন স্থানে সুতি জাল ফেলে নদীর মাছ ধরে আসছিল । পোরশা উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে উপজেলা মৎস্য অফিসার, বিজিবি ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ।
নদীতে সুতি জাল আটকিয়ে রাখার কারণে চলতি মৌসুমের ধান বহনকারী নৌকা এবং ট্রলার যাতায়াতের অসুবিধা হয়ে আসছিল । এছাড়া এ জাল দিয়ে নদীর ছোট ছোট মাছগুলো ধরার কারণে বড় মাছ পাওয়া থেকে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে ।
উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজা জানান, আগামী এক মাস নদীতে কোন রকম জাল ফেলতে দেওয়া হবে না । প্রয়োজনে নদীতে অবৈধভাবে জাল আটকানো জেলেদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে । এদের কারণে স্থানীয় মানুষ বড় মাছ পাওয়া থেকে বঞ্চিত হয় । নদীতে এখন ছোট মাছ না ধরলে কিছুদিন পর প্রচুর পরিমাণে বড় মাছ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজা ।