করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল সোমবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন।
এ সময় উপস্থিত ছিলেন ১নং প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাদৎ হোসেন, ইউপি সদস্য মাহমুদা বেগম, বেলাল হোসেন, মিকরাইল হোসেন রুবেল, আবু বক্কর সিদ্দিক, আমজাদ হোসেন ও আব্দুল বাছেদ দুলু প্রমূখ। উল্লেখ্য (৮ম দফায় কাগইল ইউনিয়নে কর্মহীন মানুষের জন্য ৩মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী করে আলু পাবে মোট ৩শত জন কর্মহীন মানুষ।