রাজশাহীর তানোর উপজেলায় এবার ঢাকা ফেরত এক দম্পতির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তারা সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। করোনায় আক্রান্ত হওয়া দম্পতির বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামে। সোমবার (১ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ মে তানোরে গ্রামের বাড়িতে ঈদ করতে আসেন আক্রান্ত দম্পতি। তারা ঢাকায় গার্মেন্টসে কর্মরত ছিলেন।
বিষয়টি টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই স্বামী-স্ত্রী দম্পতিকে তাদের বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখেন। এছাড়াও করোনার উপসর্গ না থাকা স্বত্বেও গত ৩১ মে নতুন করে আক্রান্ত ওই স্বামী-স্ত্রীর নমুনা তাঁদের বাড়িতে গিয়ে সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে পাঠান স্বাস্থ্যকর্মীরা।
সোমবার (১ জুন) রাতে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ উল্লেখ করে রামেক হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সের কর্মকর্তাদের অবগত কর হয়।
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, কোন ধরনের উপসর্গ না থাকায আক্রান্ত ওই দম্পতিকে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতেই আইসোলেশন রেখে সব ধরনের চিকিৎসা দেওয়া হবে। এছাড়া সতর্কতামূলক আক্রান্ত দম্পতির বাড়িটি লকডাউনের আওতায় আনা হয়েছে।
এদিকে, নতুন করে দুইজন আক্রান্ত হওয়ায় উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। এর আগে উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্স ও থানার এক পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীসহ ১০ জনের করোনা শনাক্ত হয়। এঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনজন। আর উপজেলা স্বাস্থ্যকমপে-ক্সের পরি”ছন্নতাকর্মী হাসপাতাল চত্বরে একটি ভবনে আইসোলেশনে রয়েছেন।