নওগাঁর আত্রাইয়ে কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুল জলিল (৫৮) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের বৈঠাখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত আব্দুল জব্বার প্রামানিকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার সত্যাতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন , শনিবার সকাল ১০টার দিকে সকালে সবার অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খান বৃদ্ধ আব্দুল জলিল।
বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।