বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত এবং মোরশেদ মিল্টনের তত্ত্বাবধানে গতকাল শনিবার গাবতলী থানা বিএনপি ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি-অঙ্গদলের উদ্যোগে নাড়–য়ামালা গ্রামে করোনা’য় কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি আহবায়ক নজরুল ইসলাম টুকু, সদস্য ও যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, মতিয়ার রহমান মতি, মোমিনুল হাসান মোমিন, তছলিম উদ্দিন খোকা, নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজার রহমান রঞ্জু, ফরিদ উদ্দিন রঞ্জ, সোহাগ, জাহাঙ্গীর, মোহাম্মাদ, কার্তিক, ছাদেক, নাননু, বিএনপি নেতা মুনজু, যুবদল নেতা সাদ্দাম, জাকির, ছাত্রদল নেতা এএম আর হাসান পলাশ, মোস্তাফিজার রহমান মোস্তা, আরিফ ও স্বপন প্রমূখ।