মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের চর-পাচুড়িয়া গ্রামে বৃহস্পতিবার (০৪জুন) দুপুরে আগুনে পুড়ে অন্তত ০৮ টি বসতঘর ভষ্মীভুত হওয়ার ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রনে মহম্মদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মহম্মদপুর থানা পুলিশের সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বসতবাড়ি ছাড়াও ঘের থাকা মালামাল ভস্মীভিত হয়। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত আগুন ল্রাগার কারন জানা যায়নি।