ধান ও ভুট্টা কেটে মাড়াই শেষে শুকানো হতো গৃহস্থের বাড়ির উঠানে। এসব কাজ হচ্ছে এখন সড়ক মহাসড়কের উপর। এতে বাড়ছে ঝুঁকি ঘটছে দুর্ঘটনা। ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর, সদর উপজেলার সড়কের উপর ধান, ভুট্টা মাড়াই, খড় শুকানোর দৃশ্য দেখা যায়। পাকা সড়কে সহজে শুকানো যায়। ধান রাস্তার উপর বসিয়ে চলে মাড়াইয়ের কাজ। চালকগন যানবাহন চালানো ঝুঁকিপূর্ণ মনে করছেন, রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। সড়কের উপর এভাবে মাড়াই কাজ বন্ধে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে অভিজ্ঞমহল।