বজ্রপাতের হাত থেকে টিভি কে বাঁচাতে গিয়ে ইলেক্ট্রিক শকে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু ! হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, গতরাতে কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রসাদ কালোয়া গ্রামে ! ওই গ্রামের বালাকুড়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোকসেদ আলীর মাস্টার্স পড়ুয়া কন্যা মোনালিসা (২৯) ঝড় বৃষ্টির সময় বজ্রপাত এর আঘাত থেকে ঘরের টিভিকে সেভ করতে রাত তিনটার দিকে টিভির ডিশ লাইন খুলতে যায় ! এ সময় বিদ্যুতায়িত (ইলেক্ট্রিক শক) হয়ে মৃত্যুর কোলে ঢলে পরে মোনালিসা।
পরিবারের লোকজন দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক মোনালিসাকে মৃত ঘোষণা করেন। ইলেক্ট্রিক শকের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলোনুর রহমান মিলন।
তিনি জানান, ইলেক্ট্রিক শকেই মৃত্যু ঘটে মোনালিসার। মৃতের আঙুলে ইলেক্ট্রিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন বিদ্যমান ছিল। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহষ্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে ওই ছাত্রীকে দাফন করা হয়েছে।