গাইবান্ধার সাঘাটা-ফুলছড়িবাসী গোবিন্দগঞ্জ উপজেলা হয়ে ঢাকা-বগুড়া যাতায়াতের জন্য কাটাখালি নদীর ওপর প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহনী সেতু নির্মাণ করা হয়।
জানা যায়, স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডির অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরজ ইউনিয়নের সঙ্গে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর এলাকায় কাটাখালি নদীর ওপর ত্রিমোহনী সেতু নির্মাণ করা হয়। বর্তমানে সেতুর পশ্চিম তীরের সংযোগ সড়ক ধসে গেছে।
মে মাসের মাঝামাঝি সময়ের বৃষ্টিতে প্রায় এক ফুট রাস্তা ধসে যায়। কর্তৃপক্ষের গাফিলতির কারণে গত কয়েকদিনের বৃষ্টিতে এখন সংযোগ সড়ক পুরোটাই ধসের মুখে পরেছে! মরণ ফাঁদে পরিণত হওয়া এই সংযোগ সড়কটি দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত চলছে শতশত যানবাহন।
ফলে দিনের আলো কিংবা রাতের অন্ধকারে যে কোনো সময় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে মারাতœক প্রান হানির আশঙ্কা করছে ভুক্তভোগীরা।
তারা সড়কটি দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন