২৮ কোটি টাকার সেতুর সংযোগ সড়কের বেহাল অবস্থা’ শিরোনামে সংবাদ প্রকাশের এক দিন পরে গাইবান্ধার ত্রিমোহনী সেতুর সংযোগ সড়কটি পরিদর্শন করেছেন জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহসান কবির ও সিনিয়র সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম।
শুক্রবার (৫ জুন) দুপুরে গাইবান্ধার কাটাখালী নদীর ওপর প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহনী সেতুর সংযোগ সড়ক পরিদর্শন শেষে কাজ শুরু করার কথা নিশ্চিত করেছেন এলজিইডির কর্মকর্তারা।
গাইবান্ধা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, বৃষ্টিতে ত্রিমোহনী সেতুর সংযোগ সড়ক ধসের সংবাদ প্রকাাশের পরে আমরা সেতুটির সংযোগ সড়কটি পরিদর্শন শেষে তৎক্ষণিক সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেছি।
নির্বাহী প্রকৌশলী আহসান কবির জানান, বরাদ্দ না থাকার কারণে এই সেতুর সংযোগ সড়কটি মেরামতে দেরি হয়েছে। আমরা আজ শুক্রবার সেতুটির সংযোগ সড়কটি পরিদর্শন শেষে শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেছি। আগামী তিন দিনের মধ্যে সম্পূর্ণ সংযোগ সড়ক মেরামত করা সম্ভব হবে বলে আশা করছি।