মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের পূর্ব মুন্সী পাড়ার জাহিদুল ইসলাম(৬৮) নামে এক ব্যক্তির শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শনিবার মাগুরা২৫০ শর্য্যা হাসপাতালে মৃত্যু হয়েছে।
দুপুর সাড়ে ১২টায় তিনি মারা জান। মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার শরীরের নমুনা খুলনা মেডিকেল কলেজ পি সসি আর ল্যাবে পাঠান হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।