অবিরাম বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙ্গনে বসতবাড়ী, আবাদি জমি সহ গুরুপ্তপূর্ন স্থাপনা নদীগর্ভে চিলীন হয়েছে।
৬ জুন শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. সৈয়দ-ই-মাহামুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. খাদেমুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য আশাদুজ্জামান আলম, আলতাফ হোসেন খুশি সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউপি শহিদুল ইসলাম জানান, তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে গত কয়েকদিনে শ্রীপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের শতাধিক ঘড় বাড়ী নদী ভাঙ্গনের শিকার হয়েছে। নদীপাড়ের বাসিন্দারা ঘরবাড়ী সরিয়ে অন্যত্র গিয়ে মানবেতর জীবনযাপন করছে।