গাইবান্ধায় ‘খামারে পানি ব্যবস্থাপনা, সেচ যন্ত্র রক্ষণাবেক্ষন ও সেচ দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
৬ জুন শনিবার স্থানীয় উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএডিসি বগুড়া সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহীদুল আলম।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যোগে আয়োাজিত কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন রায়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএডিসি’র সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, উপ-সহকারী প্রকৌশলী মো. ছামিউল পারভেজ প্রমুখ। প্রশিক্ষণে গাইবান্ধা সদর, ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ৩০ জন কৃষক অংশ নিচ্ছেন