রাজশাহীর তানোরে দুইজন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে ও সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ¯’ানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি ।
গ্রেফতারকৃতদের গতকাল সোমবার বিকালে সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রাকিবুল হাসান নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃতরা হলেন তানোর উপজলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাহাতুল্লাহর পুত্র সোহাগ আলী (২৯) কে ও মুণ্ডুমালা পৌর সদর এলাকার ইয়ানুর রহমানের ছেলে শাফিউল ইসলাম(২৬)। মহামান্য আদালত সোহাগের ৬মাস এবং শাফিউলের ১ বছরের সাজা দেন। তাঁরা পালাতক ছিলেন।
এঅবস্থায় গত রোববার রাতে ও সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মু-ুমালা ফাঁড়ির এএস আই শাহাদৎ হোসেন ও তানোর থানার এএসআই ইউনুস আলী সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেন ।
এনিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, সোহাগ ও শাফিইল ইসলাম তারা আদালতের সাজা প্রাপ্তর পর দীঘদিন ধরে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। সোমবার দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।