বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের রতপুর ডোঠোর পাড়া সেভেনডে এ্যটভেনটেন গির্জা ধর্মীয় প্রতিষ্ঠানে অনিয়মের ঘটনা সত্য নয়, তার বিরুদ্ধে কতিপয় ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র করছে। দশ বছর যাবৎ দায়িত্বরত আছেন বাবলু হেম্ব্রম।
তিনি সততার সাথে দায়িত্ব পালন করছেন। স্থানীয় লোকজনের সঙ্গে সু-সম্পর্ক রেখে প্রায় দীর্ঘ দিন ধরে গির্জাটি চালচ্ছেন। গত বুধবার আনুমানিক বেলা দুই ঘটিকার সময় কীর্তিস হাঁসদা, পিতা-মৃত রাম হাঁসদা অত্র ইউনিয়নের ধনতলা গ্রামের স্থায়ী বাসিন্দা। সে জমির খাজনা দেওয়ার জন্য রতনপুর ভূমি অফিস আসেন কাজ শেষে বাড়ি যান।
তার সাথে গির্জা মাষ্টারের সাথে কোন রকম হট্টগোল হয়নি। রতনপুর ডোঠোরপাড়া সেভেনডে এ্যটভেনটেন গির্জা ধর্মীয় প্রতিষ্ঠানে নেতা বাবলু হেম্ব্রম বিরুদ্ধে স্থানীয় কিছু লোক দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তিনি এলাকায় আদিবাসী পরিবারদের সাথে মিলেমিশে কাজ করছেন। তাদের সাথে গির্জা মাষ্টার বাবুল হেম্ব্রম এর কোন বিরোধ নাই।