রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরামর্শে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের পার্টি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পানানগর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পাড়ায় জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লগের সাবেক নেতাকর্মী সহ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন বলে বক্তরা এ আশাবাদ ব্যক্ত করা হয়। এরপরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি বূর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরামর্শে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।