বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। আজ শনিবার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য উত্তরসুরী মোহাম্মদ নাসিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতাকে হত্যার পর মোহাম্মদ নাসিম রাজনীতিত সক্রিয় ভুমিকা রাখেন।
দলকে সুসংগঠিত করার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অবিচল বিশ্বাস রেখে মোহাম্মদ নাসিম রাজনীতি করেছেন মুত্যুর আগ পর্যন্ত। মোহাম্মদ নাসিমের অবদান কোনদিন ভুলবার নয়। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী থেকে লড়াই সংগ্রাম করেছেন। তার মুত্যৃতে রাজশাহী জেলা আওয়ামী লীগ গভীর শোকাহত।