বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা যুবমহিলা লীগ। আজ শনিবার শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অবিচল বিশ্বাস রেখে মোহাম্মদ নাসিম রাজনীতি করেছেন। তিনি আওয়ামী লীগের একজন নক্ষত্র ছিলেন। কারণ দলের দুর্দিনে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছিলেন।