নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।
গতকাল শনিবার দিবাগত রাতে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
ডা. আয়েশা বলেন, ‘গত ১০ জুন কামরুন নাহার সিএমএইচে ভর্তি করা হয়েছিল। শনিবার রাত ১২টার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সন্তান সচিব মো. আবদুল মান্নান ও তাঁর সহধর্মিণী কামরুন নাহারের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।