ভোলার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দৌলতখানে এক জুয়েলারী ব্যবসায়ী সহ ২ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। ১৬ ই জুন, মঙ্গলবার সকালে মৃত্যু হয় জেলা শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমানের।
সূত্র মতে জানা যায়, গত সপ্তাহের ৭ জুন উক্ত শিক্ষা কর্মকর্তা ভোলায় অফিস করেছিলেন। ওই দিন রাতে তার জ্বর এসেছিল। পরদিন সোমবার সকালে কিছুটা সুস্থ হয়ে বরিশাল নিজের বাসায় চলে যান। তার পরিবারের স্বজনরা জানান, গত রবিবার করোনা উপসর্গ নিয়ে তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ জুন মঙ্গলবার সকালে হাসপাতালে ভোলা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমানের মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে ভোলা জেলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আনিছুর রহমান জানান, সোমবার দৌলতখান উপজেলার উত্তর জয়নাগর ইউনিয়নে জুয়েলারী ব্যবসায়ী সুভাষ চন্দ্র মাঝি করোনা উপসর্গ নিয়ে মারা যায়। তিনি গত ৫ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো। দৌলতখান হাসপাতালে সোমবার তাকে আনা হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ পর্যন্ত ভোলায় আক্রান্তের সংখ্যা ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।