রাজশাহীর তানোরে আবু রায়হান নামে (১৭) এক বাক প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পাওয়া যা”েছ না। রায়হানের বাড়ি তানোর পৌর এলকার গোকুল গ্রামের। সে নওশাদ আলীর পুত্র। এবিষয়ে তানোর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
নওশাদ আলী বলেন, গত ২৯ মে সকালে রায়হান বাড়ি থেকে বের হয়ে যায়। আর সে ফিরে আসে না। রায়হানের গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বা, উ”চতা ৫ফুট ৪ ইঞ্চি, গায়ের লাল রংয়ের গেঞ্জী ও কালো রংয়ের জিন্স প্যান্ট পরিহিত ছিল।
তিনি আরো বলেন, অনেকে বলছে ছেলেধরা আমার ছেলেকে নিয়ে গেছে। জানি না এই করোনা কালে আমার ছেলে বেচে আছে নাকি মারা গেছে।
তানোর থানার (ওসি) রাকিবুল হাসান বলেন, আমরা বিভিন্ন ¯’ানে বার্তা পাঠিয়েছি। প্রতিবন্ধী ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।