গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বানভাসি (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।এসময় তার সাথে থাকা তিন বছরের এক শিশু ভাগ্যক্রমে বেচে যায়।
ঘটনাটিঘটেছে ১৬ জুন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট জিসান ফিলিং ষ্ট্রেশনের সামনে পীরগঞ্জ সীমানায়।
নিহত বানভাসি (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার মতুরা গ্রামের অতেন চন্দ্রের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায় নিহত বানভাসি (৩৫) তার তিন বছরের শিশূ সন্তানকে নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট নামক স্থান থেকে সি,এন,জি যোগে পলাশবাড়ী আসার পথিমধ্যে জিসান ফিলিং ষ্ট্রেশনের সামনে পীরগঞ্জ সীমানায় পৌছিলে সিএনজি চালক একটি দ্রুত গামী ট্রাককে সাইড দিতে গেলে সিএনজিতে থাকা ্ওই মহিলা শিশূ সন্তানটিকে নিয়ে মহাসড়কে ছিটকে পরে যায়।এমসয় পিছনে থাকা ঘাটক ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়।সৃষ্টিকর্তার অসীম মহিমায় বেচে যায় তার সাথে থাকা শিশু সন্তান!
এঘটনার পর পরেই ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ কে হস্তান্তর করে।,ঘাতক ট্রাক ও সি এন,জি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।