ওসমান সিরাজ পরিচালনায়, এবং মাসুদ উল হাসান ও দয়াল সাহার রচনায় বাংলা নববর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপি বিশেষ নাটক ”ফাউ গার্ল”।
কাহিনি সংক্ষেপ ঃ সময়ের শ্রোতে গা ভাসিয়ে চলা একটি মেয়ে সাফা কবির। ভালোবাসার মূল্যবোধ তার কাছে মূল্যহীন। এমনই একটি মেয়েকে বিশ্বাসের সঙ্গে ভালোবাসে গো বেচারা টাইপের ছেলে তৌসিফ।
তৌসিফের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবন্ধ থাকার পরেও একাধিক ছেলের সঙ্গে প্রেম প্রেম খেলা করে বেড়ায় সাফা। সাফার এতো ছেলের সঙ্গে প্রেমের নাটক করার একমাত্র কারণ বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে ফাউ খাওয়ার জন্য। ছেলেদের পটিয়ে ফাউ খাওয়া সাফার কাছে নেশার মতো।
একদিন তৌসিফের চোখ খুলে যায়। সাফার সব অপকর্ম জেনে যায়। সাফা ও তৌসিফের মাঝে দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে গেলে সাফা ভালোবাসার টান অনুভব করতে থাকে। বিভিন্ন ছেলে পটিয়ে ফাউ খাওয়ার জন্য ভেতরে ভেতরে অনুশোচনা অনুভব হয়। তৌসিফের কাছে ফিরে যেয়ে নিজের ভুল স্বীকার করে। এভাবেই মধুর মিলনের মাধ্যমে নাটকের গল্প শেষ হয়।
অভিনয় শিল্পী: তৌসিফ মাহবুব, সাফা কবির, সিয়াম নাসির প্রমুখ। সম্ভাব্য প্রচার সময়: ১৩ এপ্রিল, সোমবার, রাত ৮:০০ মি.।