সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৩ ই এপ্রিল থেকে বালিয়াকান্দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে । উপজেলা নিবার্হী অফিসারের নির্দেশে মানুষকে সচেতন করতে একাধিক টিমের মাধ্যমে মাইকিং করার পাশাপাশি তিন ফুট দূরত্ব বজায় রেখে বক্স আঁকা হয়েছে।
সে কারণে মানুষ লাইনে বক্সের মধ্যে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল ক্রয় করছে।
আজ সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচি পরিদর্শন করেন এবং চাল বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।