মাগুরার মহম্মদপুরের বাবুখালি ইউনিয়নের আড়পাড়া মধ্যপড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার সকালে আলামিন(৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৈদ্যুতিক মটর মেরামত করতে গেলে আলামিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। আলামিনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত আলামিন আড়পাড়া মধ্যপাড়ার মতলেব মোল্যার ছেলে।