জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলার লালমোহন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক এ কমিটিতে জাতীয় “দৈনিক সংবাদ” এর লালমোহন প্রতিনিধি শাহীন কুতুব কে সভাপতি ও দৈনিক “সংবাদ সারাবেলা” এর লালমোহন প্রতিনিধি সালাম সেন্টু কে সাধারণ সম্পাদক পদে মনোনিত করা হয়েছে।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত এর লালমোহন প্রতিনিধি মাকসুদুর রহমান পারভেজ, দপ্তর সম্পাদক পদে ভোলা ট্রিউবিউন এর আরিফুর রহমান রাহাত কে নির্বাচিত করা হয়েছে। নির্বাহী সদস্য পদে রয়েছেন দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি মো: আল আমিন, দৈনিক ভোরের দর্পণ এর মনজুরুল আলম ও দৈনিক দেশকণ্ঠ’র ওমর রায়হান অন্তর।
এদিকে জাতীয় সাংবাদিক সংস্থার লালমোহন শাখা’র কমিটি ঘোষণা করায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ও সদস্য সচিব আবুল বাশার মজুমদার এবং ভোলা জেলা শাখার সভাপতি এ্যাড নজরুল হক অনু কে শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।