পাবনায় র্যাব-১২’র অভিযানে করোনা সঙ্কটময় পরিস্থিতির মাঝেও ঢালার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী সরদারকে ২২৯ বস্তা সরকারি ভিজিডি এর ত্রানের চালসহ গ্রেফতার করা হয়।
পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, ত্রানের চাউল বিতরণ না করে কালো বাজারীর মাধ্যমে অবৈধ ভাবে খোলা বাজারে বিক্রয়ের উদ্দেশ্য মজুদ করছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে ১৩’এপ্রিল রাত পৌনে ১১টায় দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের বাঁধের হাট চৌমাথায় অভিযান পরিচালনা করে।
এ সময় কোরবান আলীর ব্যক্তিগত গোডাউনে সংরক্ষিত কালো বাজারী করে অবৈধভাবে খোলা বাজারে বিক্রির জন্য মজুদ রাখা অবস্থায় সরকারী ভিজিডি এর ত্রানের ২২৯ বস্তা চাউল উদ্ধার করা হয়।
জব্দকৃত চাউল ও আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমিনপুর থানায় প্রেরণ করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে আমিনপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।