অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। সোমবারের এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২ শিশুসহ ৩ জন।
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন এক নারী ও দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
কুইন্সল্যান্ডের পুলিশ কর্মকর্তা গ্যারি ওরেল জানান, দুর্ঘটনার সময় মনে হচ্ছিল, একটি হেলিকপ্টার উড়ছে ও অপরটি অবতরণ করছে। নিহত চারজন ও আহত ব্যক্তিদের মধ্যে তিনজন একই হেলিকপ্টারের আরোহী ছিলেন। আহত অপর ছয়জন ছিলেন দুর্ঘটনায় জড়ানো অন্য হেলিকপ্টারের আরোহী।
গ্যারি ওরেল বলেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার যে এলাকায় আছড়ে পড়ে, সেখানে অনেক বেশি বালু ছিল। ফলে হেলিকপ্টার খুঁজে বের করে হতাহতদের উদ্ধারে বেগ পেতে হয় জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীদের।
সংঘর্ষের ঘটনার তদন্ত করছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি)।