— সেলিমা আহমাদ এমপি
কুমিল্লার হোমনা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা -২, হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিম আহমাদ বলেছেন, সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশিং রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তারা ঠিক মতো কাজ করছে কিনা তা পর্যালোচনা করা যেতে পারে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে নতুন বছর শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি উপজেলার যানজট ও শিক্ষাসহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন।
গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, সাদেক সরকার, শাহজাহান মোল্লা প্রমুখ।
সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধসহ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।