ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ নদীতে আটকা পড়ে দুইটি ফেরি। পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সরেজমিনে সোমবার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। কুয়াশার ঘনত্ব এতটাই যে, পঞ্চাশ মিটার দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন। যাত্রীরা যানবাহন থেকে নেমে ফেরিঘাটের পন্টুনের ওপর হাঁটাহাটি করছে।

সৌহার্দ্য পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। দুই দিনের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সকাল থেকে অফিসে যোগদান করবেন সেজন‍্য ভোরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সাড়ে ৬টায় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলতদিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক বলেন, ভোর ৬টার দি‌কে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে গেলে নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে আটটায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। তবে যানবাহনের চাপ না থাকায় ঘাট এলাকায় নেই যানজট।

গতকাল রোববার দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সোমবার ভোর থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ১১:৩৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ নদীতে আটকা পড়ে দুইটি ফেরি। পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সরেজমিনে সোমবার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। কুয়াশার ঘনত্ব এতটাই যে, পঞ্চাশ মিটার দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন। যাত্রীরা যানবাহন থেকে নেমে ফেরিঘাটের পন্টুনের ওপর হাঁটাহাটি করছে।

সৌহার্দ্য পরিবহনের যাত্রী মোসলেম উদ্দিন বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। দুই দিনের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সকাল থেকে অফিসে যোগদান করবেন সেজন‍্য ভোরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সাড়ে ৬টায় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলতদিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক বলেন, ভোর ৬টার দি‌কে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে গেলে নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে আটটায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। তবে যানবাহনের চাপ না থাকায় ঘাট এলাকায় নেই যানজট।

গতকাল রোববার দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সোমবার ভোর থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।