ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আফ্রিকা মহাদেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ হতে প্রথমে ১০০ দিন সময় লাগে। পরে ১৮ দিনের ব্যবধানে তা দুই লাখ ছাড়ায়। পরের ২০ দিনে এ সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। ডব্লিউএইচওর মতে, আফ্রিকার বেশির ভাগ দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা আর সর্বাধিক মৃত্যু হয়েছে মিসরে। দক্ষিণ আফ্রিকায় দুই লাখ পাঁচ হাজার ৭২১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৩১০ জনের। সুস্থ হতে পেরেছে ৯৭ হাজার ৮৪৮ জন। মিসরে আক্রান্ত ৭৬ হাজার ২২২ জনের মধ্যে তিন হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে।

আফ্রিকার পাঁচ দেশে মৃত্যুহার বৈশ্বিক ৫ শতাংশ মৃত্যুহারের চেয়ে বেশি। শাদে করোনায় আক্রান্তদের সাড়ে ৮ শতাংশের মৃত্যু হয়েছে। আলজেরিয়ায় ৬ দশমিক ৬ শতাংশ, নাইজারে ৬ দশমিক ২, বুরকিনা ফাসোতে ৫ দশমিক ৫ এবং মালিতে ৫ দশমিক ৩ শতাংশ করোনায় আক্রান্তের মৃত্যু হচ্ছে।

নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় আফ্রিকার ১০টি দেশ ৮০ শতাংশ পরীক্ষা করিয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। এরপরই রয়েছে মরক্কো, ঘানা, মিসর, ইথিওপিয়া, উগান্ডা, মরিশাস, কেনিয়া, নাইজেরিয়া ও রুয়ান্ডা।

ট্যাগস :

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য

আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস

আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আফ্রিকা মহাদেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ হতে প্রথমে ১০০ দিন সময় লাগে। পরে ১৮ দিনের ব্যবধানে তা দুই লাখ ছাড়ায়। পরের ২০ দিনে এ সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। ডব্লিউএইচওর মতে, আফ্রিকার বেশির ভাগ দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা আর সর্বাধিক মৃত্যু হয়েছে মিসরে। দক্ষিণ আফ্রিকায় দুই লাখ পাঁচ হাজার ৭২১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৩১০ জনের। সুস্থ হতে পেরেছে ৯৭ হাজার ৮৪৮ জন। মিসরে আক্রান্ত ৭৬ হাজার ২২২ জনের মধ্যে তিন হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে।

আফ্রিকার পাঁচ দেশে মৃত্যুহার বৈশ্বিক ৫ শতাংশ মৃত্যুহারের চেয়ে বেশি। শাদে করোনায় আক্রান্তদের সাড়ে ৮ শতাংশের মৃত্যু হয়েছে। আলজেরিয়ায় ৬ দশমিক ৬ শতাংশ, নাইজারে ৬ দশমিক ২, বুরকিনা ফাসোতে ৫ দশমিক ৫ এবং মালিতে ৫ দশমিক ৩ শতাংশ করোনায় আক্রান্তের মৃত্যু হচ্ছে।

নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় আফ্রিকার ১০টি দেশ ৮০ শতাংশ পরীক্ষা করিয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। এরপরই রয়েছে মরক্কো, ঘানা, মিসর, ইথিওপিয়া, উগান্ডা, মরিশাস, কেনিয়া, নাইজেরিয়া ও রুয়ান্ডা।