স্টাফ রিপোর্টার মাগুরা থেকে
মানুষের সেবার মাঝে আনন্দ চিকিৎসকদের আর্ত মানবতার সেবার মাঝ দিয়ে এ আনন্দ পাওয়ার সুযোগ বেশী।
শুক্রবার দিনব্যাপী স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরায় ফাস্ট জাতীয় ডেন্টাল কংগ্রেস অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা ডেন্টাল সার্ভিস ফোরাম আয়োজিত কংগ্রেসের শেষপর্বে বিকেলে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। সংগঠনের সভাপতি সাবেক তত্বাবধায়ক মাগুরা সদর হাসপাতাল ডা, সুশান্ত কুমার বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব, প্রফেসর ডা, হুমায়ুন কবীর, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষ্যাতিমান ক্যন্সার বিশেষজ্ঞ ডা, প্রফেসর আলিমুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমডি এস এফ ডা, আসাফুজ্জোহা রাজ, মাগুরার সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরুল হাসান, সংগঠনের মাগুরা জেলা সাধারণ সম্পাদক ডা, খোন্দকার ইমামুজ্জামান ইমন। প্রধান অতিথি বলেন, চিকিৎসকরা তাদের পেশার মাধ্যমে মানুষের সেবা করার সুয়োগ পেয়ে থাকেন, যা অন্য পেশায় মানুষের সে সুযোগ কম। তিনি পেশার মাধ্যমে মানুষের সেবায় চিকিৎসকদের আত্মিনয়োগ করে সৃষ্টিকর্তার সন্তুুষ্টির পাশাপাশি নিজের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে এগিয়ে আসার আহবান জানান। কংগ্রেসে বিভিন্ন জেলা থেকে প্রায় তিন শতাধীক চিকিৎসক অংশগ্রহন করেন। প্রধান অতিথি দন্ত চিকিৎসায় বিশেষ অবদান রাখার জন্য ৩০ জন দন্ত চিকিৎসককে বিশেষ সম্মমনা ক্রেস্ট প্রদান করেন।