ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আলীকদ‌মে ৮০টি বার্মিজ গরু আটক

বান্দরবানের লীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের শিরঝিরি এলাকা  থেকে ৮০টি বার্মিজ গরু  আটক করে‌ছে যৌথ বা‌হিনী।

বৃহস্প‌তিবার (৫ জানুয়ারি) সকা‌ল সা‌ড়ে ৬টার সময় আলীকদ‌মের শিরঝিরি থেকে এসব গরু আটক করা হয়।

পু‌লিশ ও বি‌জি‌বি জানায়, গোপন সংবাদ পে‌য়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বি‌জি‌বির ১জন কর্মকর্তা, ৪০ জন সদস্য ও পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাটালিয়ন সদর থে‌কে ৭কিঃমিঃ দক্ষিণে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের কয়ারঝিরির পাশে শিরঝিরি নামক স্থান থেকে ৮০টি বার্মিজ গরু  আটক করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটককৃত ৮০‌টি গরুর আনুমা‌নিক বাজার মূল্য ১‌কো‌টি টাকা। গরুগুলো বর্তমা‌নে ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লেও জানান তি‌নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

আলীকদ‌মে ৮০টি বার্মিজ গরু আটক

আপডেট সময় : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

বান্দরবানের লীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের শিরঝিরি এলাকা  থেকে ৮০টি বার্মিজ গরু  আটক করে‌ছে যৌথ বা‌হিনী।

বৃহস্প‌তিবার (৫ জানুয়ারি) সকা‌ল সা‌ড়ে ৬টার সময় আলীকদ‌মের শিরঝিরি থেকে এসব গরু আটক করা হয়।

পু‌লিশ ও বি‌জি‌বি জানায়, গোপন সংবাদ পে‌য়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বি‌জি‌বির ১জন কর্মকর্তা, ৪০ জন সদস্য ও পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাটালিয়ন সদর থে‌কে ৭কিঃমিঃ দক্ষিণে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের কয়ারঝিরির পাশে শিরঝিরি নামক স্থান থেকে ৮০টি বার্মিজ গরু  আটক করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটককৃত ৮০‌টি গরুর আনুমা‌নিক বাজার মূল্য ১‌কো‌টি টাকা। গরুগুলো বর্তমা‌নে ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লেও জানান তি‌নি।