– সাইফুজ্জামান শিখর এমপি
মাগুরা জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত সপ্তাহব্যপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। সোমবার রাতে স্থানীয় আছাদুজ্জামান অডিটরিয়ামে প্রতিযোগীতার সমাপনি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের বেগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, শাহাদাত হোসেন মাসুদ উপ পরিচালক স্থানীয় সরকার, আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান । প্রধান অতিথি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়ে প্রতিটি জেলার সাংস্কৃতিক কর্মকান্ডে জাগরণ সৃষ্ঠি করেছেন। দেশ আজ সাংস্কৃতিক ক্ষেত্রে গৌরবের স্বাক্ষর রেখে চলেছে। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পী, কর্মকর্তা সুধী সমাজ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর পরে মাগুরা পিটিআই মসজিদ প্রাঙ্গনে বার্ষিক ইছালে ছওয়াবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।